এক দিনে নারীর মৃত্যু পুরুষের দ্বিগুণ

করোনার রোগী কমেছে

| বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ১০:১৮ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে, যা গত ১১ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। এই ৫৬ জনের মধ্যে ৩৭ জনই নারী, বাকি ১৯ জন পুরুষ। মহামারীর দেড় বছরে কোভিডে দৈনিক মৃত্যুর তালিকায় পুরুষের চেয়ে দ্বিগুণ নারীর মৃত্যু আর কখনও দেখতে হয়নি বাংলাদেশকে।
করোনায় আক্রান্ত হয়ে দেশে যত মানুষের মৃত্যু হয়েছে, তাদের ৬৫ শতাংশই পুরুষ। কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের পর আগস্ট মাস থেকে নারীর মৃত্যুহার বেড়ে গেছে। এর আগে সর্বশেষ ১৮ জুন ৫৬ জনের কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন ৫৪ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। খবর বিডিনিউজের।
গত এক দিনে মারা যাওয়া ৫৬ জনকে নিয়ে দেশে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে হলো ২৬ হাজার ৬৮৪ জন। গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সোয়া ২৭ হাজার নমুনা পরীক্ষা করে দেশে আরও ২ হাজার ৬৩৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় মোট ২ হাজার ৭১০ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল, মৃত্যু হয়েছিল ৬৫ জনের। সে হিসেবে গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা আর মৃত্যু দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ, যা আগের দিন ৯ দশমিক ৮২ শতাংশ ছিল।
সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৫ হাজার ৫৬৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন সুস্থ হয়ে উঠলেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২৭ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় আরো ৪ মৃত্যু শনাক্ত ১৯৮
পরবর্তী নিবন্ধরাউজানে আওয়ামী লীগের ১৬ স্থায়ী কার্যালয়