চট্টগ্রামে করোনায় আরো ৪ জনের মৃত্যু

নতুন শনাক্ত ১৯১

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ মে, ২০২১ at ৪:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৭ জনে। মৃতদের মধ্যে ৪২০ জন নগরীর ও ১৪৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৯১ জনের, যাদের মধ্যে ১৩৮ জন নগরীর ও ৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
মোট ৪ লাখ ৪৬ হাজার ৯৭টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা ৫১ হাজার ২৮৪ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে ৪১ হাজার ৪৯ জন নগরীর ও ১০ হাজার ২৩৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১০৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭ হাজার ২৭৭ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ২৩২ জন। বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৪৫ জন। সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, বয়সভিত্তিক হিসেবে এখন পর্যন্ত দশ বছরের কম বয়সী শিশুরা করোনায় কম আক্রান্ত হচ্ছে। আর ৩১ থেকে ৪০ বছর বয়সীরা আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধডাক্তারি পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় পুলিশ
পরবর্তী নিবন্ধঅনিশ্চিত দ্বিতীয় ডোজ নিয়ে মেলেনি উত্তর