চট্টগ্রামে আন্তর্জাতিক কারাতে সেমিনার উদ্বোধন

| শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে আন্তর্জাতিক কারাতে সেমিনার এর আয়োজন করেছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ও ইনস্পায়ার চট্টগ্রাম। সাবেক বিশ্ব কারাতে চ্যাম্পিয়ন শিনজি নাগাকি’র প্রত্যক্ষ প্রশিক্ষণের সুযোগ সম্বলিত ২৪২৫ আগস্ট দু’দিনব্যাপী এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ২৪ আগস্ট বৃহস্পতিবার রেডিসন ব্লু চট্টগ্রামএ অনুষ্ঠিত হয়।

ইনস্পায়ার চট্টগ্রাম এর চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর, ইনস্পায়ার চট্টগ্রামের প্রধান উপদেষ্টা লায়ন মোহাম্মদ ইমরান, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, নাজনীন সরোয়ার কাবেরী, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর পুলক খাস্তগীর। প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, আমাদের শুধু বড় বড় টুর্নামেন্ট আয়োজন করলে হবে না পাশাপাশি ভালো খেলোয়াড় তৈরি করতে হবে। এটা সব ক্ষেত্রের খেলার জন্য। আজকে যারা এই কর্মশালায় অংশ নিচ্ছেন তারা এখান থেকে ভালো কিছু শিখে দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবেন এই প্রত্যাশা করি। রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার ও ঢাকা থেকে এই প্রশিক্ষণে অংশ নেন ১২৬ জন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক তুলু উশ শামস, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আরিফুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কারাতে কমিটির সম্পাদক রতন তালুকদার, জয়জিৎ চৌধুরী, জুয়েল ওসমানী, জাওইদ চৌধুরী, সাজিদা জেসমিন।

আন্তর্জাতিক কারাতে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ইনস্পায়ার চট্টগ্রামএর প্রধান উপদেষ্টা লায়ন মোহাম্মদ ইমরানকে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় সন্তানের বাবা হলেন তাসকিন
পরবর্তী নিবন্ধরাউজানে বিপুল পরিমাণ মদসহ দুটি গাড়ি জব্দ