চট্টগ্রামের মানুষ অসামপ্রদায়িক চেতনায় বিশ্বাসী : সিএমপি কমিশনার

| বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনে সমান অধিকার রয়েছে। প্রত্যেকের উচিত নিজ ধর্মের পাশাপাশি অন্য ধর্মকেও শ্রদ্ধা করা। চট্টগ্রামের মানুষ অসামপ্রদায়িক চেতনায় বিশ্বাসী। তারই বহিঃপ্রকাশ চাক্তাই লোকনাথ ধাম এলাকার সকল ধর্মের মানুষের আন্তরিক সহাবস্থান।
গত ১০ সেপ্টেম্বর নগরীর চাক্তাই লোকনাথ ধামে লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব ও ধামের যুগপূর্তি উৎসবের ২য় দিবসে ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চাক্তাই লোকনাথ ধামের প্রতিষ্ঠাতা সভাপতি অজয়কৃষ্ণ দাশ মজুমদারের সভাপতিত্বে ও উৎসব উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক কাঞ্চন তালুকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। বক্তব্য রাখেন মিলন কান্তি দাশ, আশুতোষ সরকার, বশ্বজিত বিশ্বাস, মান্না বিশ্বাস, দোলন মহাজন বাবুল সেন, স্বপন সাহা, কাঞ্চন দত্ত, প্রদ্যুৎ বিশ্বাস, সপু দাশ, অসিম সাহা, আনন্দ মোহন দাশ, কৃপাসিন্ধু নাথ, কিশোর সেন, সঞ্জয় বিশ্বাস রবি, সুজিত সেন, বিশ্বজিত মল্লিক, লিটন আইচ, মিঠু মহাজন, সজল মজুমদার, অলক চক্রবর্তী, রণজিৎ দাশ, সমীর দাশ, মিলন দাশ, রুপন সেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম নামের ইতিবৃত্ত
পরবর্তী নিবন্ধশুদ্ধ সংস্কৃতির চর্চা জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে