শুদ্ধ সংস্কৃতির চর্চা জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে

পূর্বার শরৎ উৎসবে আবুল মোমেন

| বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

একুশে পদক প্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ষড় ঋতুর উৎসব বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শুদ্ধ ও বাঙালি সংস্কৃতির চর্চা জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। গত সোমবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিল্প চর্চা কেন্দ্র ও আত্ম উন্নয়নমূলক সংগঠন পূর্বার শরৎ উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তিনি উৎসবের উদ্বোধন করেন।
আবিদা আজাদের সভাপতিত্বে ও প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় শরতের কথামালায় অংশ নেন রাশিয়ার অনারারি কনসাল জেনারেল স্থপতি আশিক ইমরান, প্রকৌশলী মোহাম্মদ আলী, খন রঞ্জন রায়, শওকত আলী সেলিম, অধ্যক্ষ উত্তম কুমার আচার্য্য, শিক্ষক ছেনোয়ারা বেগম। কথামালা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের মানুষ অসামপ্রদায়িক চেতনায় বিশ্বাসী : সিএমপি কমিশনার
পরবর্তী নিবন্ধউদ্যোক্তা হতে প্রয়োজন দায়িত্ববোধ, নৈতিকতা ও কঠোর পরিশ্রম