চট্টগ্রামের উন্নয়নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ব্যারিস্টার মনোয়ার হোসেনের সংবর্ধনায় বক্তারা

| বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৮:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে লন্ডনের খ্যাতনামা আইনজীবী, আইন গবেষক, বরেণ্য সংগঠক ও সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার মনোয়ার হোসেনের সংবর্ধনা, শিক্ষাবৃত্তি এবং মতবিনিময় সভা গতকাল বিকেলে চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, রূপালী ব্যাংকের সাবেক পরিচালক আবু সুফিয়ান। সংবর্ধিত অতিথি ছিলেন লন্ডন প্রবাসী আইনজীবী, সাবেক ছাত্রনেতা ব্যারিষ্টার মনোয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ও পালি ভাষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি লায়ন এম,এ,সবুর, কলামিস্ট লায়ন এ.কে. জাহেদ চৌধুরী, মো. কামাল উদ্দীন, অধ্যাপক মো. ফরিদ আহমদ, হাবিবুর রহমান হাবিব, মিঠুল দাশগুপ্ত , কবি আশীষ সেন, কবি আবু মুসা চৌধুরী, বেবী বড়ুয়া, পুলক ভট্টাচার্য সুজয়, এস,এম,ইকবাল জামিল, সুচিত্রা দাশ, শিবলু দেব, অনন্য বড়ুয়া প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, ব্যারিস্টার মনোয়ারদের জন্ম হয় পরহিতায় জীবন অতিবাহিত করার জন্য। স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ এই ত্যাগী মানুষ নিরলস কাজ করে যাচ্ছেন আর্তমানবতার সেবায় স্বদেশের উন্নয়নে। চট্টগ্রামের উন্নয়নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন ধারাবাহিকতায় আমাদেরকে নিজ নিজ অবস্থান কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি
সংবর্ধিত অতিথি তার বক্তব্যে বলেন, চট্টগ্রামকে সবসময় হৃদয়ে ধারণ করি। চট্টগ্রামের স্বার্থে অতীতে যেমন সোচ্চার ছিলাম, বর্তমানেও প্রবাস জীবনে থাকলেও চট্টগ্রামের টানে সবসময় ছুটে আসার চেষ্ঠা করি। প্রবাসী বাঙালীদের সবসময় নিজ সাধ্যানুযায়ী পাশে থাকার চেষ্ঠা করি। চট্টগ্রামের স্বার্থে আমাদেরকে আরো বেশি আন্তরিক ও ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। সভা শেষে ৫জন শিক্ষার্থীকে ব্যারিস্টার মনোয়ার হোসেন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসো হে বৈশাখ, এসো এসো
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে অভিযোগ কমিটির সভা