প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অভিযোগ কমিটির সভা

| বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

জিইসি মোড়স্থ ক্যাম্পাসে প্রিমিয়ার ইউনিভার্সিটির অভিযোগ কমিটির সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য ও অভিযোগ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. কাজী শামীম সুলতানা। সভায় বর্তমান সমাজ ও রাষ্ট্র জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষে পরিপূর্ণ হলেও যৌন নিপীড়ন, ইভটিজিং ইত্যাদি বিষয় আমাদের মানবিকতা-সভ্যতাকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সমাজের কিছু লোক এখনও নারীর স্বাধীনভাবে চলাচল সমর্থন করে না। পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কারণে কিছু ব্যক্তির যাঁতাকলে নারীরা প্রতিনিয়ত পিষ্ট হয়ে কখনও বা আত্মহত্যা করে বসে। নারীদের উপর এই নির্যাতনের মাত্রা অব্যাহতভাবে বেড়েই চলছে। বর্তমানে ইভটিজিং-এর মাত্রা এত বেশি বেড়েছে যে, এটা সামাজিক ও জাতীয় সমস্যারূপে চিহ্নিত। প্রিমিয়ার ইউনিভার্সিটিও এই প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে উপস্থিত ছিলেন অভিযোগ কমিটির সদস্য-সচিব আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, সদস্য গণিত বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনির, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী, ব্যবসা-প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা রাজিয়া চৌধুরী, ইংরেজি বিভাগের সহকারী অধ্য শাহনাজ পারভীন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা শিরিন চৌধুরী ও ইলমার সভাপতি জেসমিন সুলতানা পারু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের উন্নয়নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধযেকোন দুর্যোগে গাউসিয়া কমিটির কর্মীরা অসহায়দের পাশে থাকবে