চকরিয়ায় স্যানিটারি ন্যাপকিন পেল শতাধিক কিশোরী

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৮:৪৭ পূর্বাহ্ণ

চকরিয়ায় বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘লজ্জায় নয়, সচেতনতায় বাঁচি’ শ্লোগানে কিশোরীদের বয়োসন্ধিকালীন পুষ্টিজ্ঞান, স্বাস্থ্য ও মাসিক সুরক্ষা নিশ্চিতকরণ শীর্ষক ক্যাম্পেইন। এতে চকরিয়া ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ফুটন্ত কিশোর ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় স্যানিটারি ন্যাপকিন। গতকাল শনিবার দুপুরে বরইতলী উচ্চ বিদ্যালয় হলরুমে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন ফুটন্ত কিশোর ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন আদনান। হাসান মুরাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া মা ও শিশু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রণব দাশ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা রেজাউল করিম সেলিম, নুরুল ইসলাম নোহান, শিক্ষক নুরুল আবচার। অনুষ্ঠানে বক্তারা বলেন, জরায়ু ক্যান্সার থেকে বাঁচতে হলে কিশোরীদের মাসিক সুরক্ষা প্যাড ব্যবহারে সচেতন হতে হবে এবং আশপাশের মানুষকে তার সঠিক ব্যবহার সম্পর্কে অবগত করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধসময়টা এখন রাশমিকার
পরবর্তী নিবন্ধইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার কাউন্সিল