চকরিয়ায় বনে দুইদিন ধরে পড়েছিল বৃদ্ধের লাশ

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ৭ জুন, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতর পাহাড়ের চূড়ায় দুইদিন ধরে পড়েছিল অজ্ঞাত এক বৃদ্ধের লাশ। খবর পেয়ে লাশটি উদ্ধার করতে গেলে পুলিশ দেখতে পায় পুরো শরীরে পচন ধরেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। পুলিশ জানায়, উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লম্বাথলি পানির আগা নামক স্থানে গত দুইদিন ধরে পড়েছিল ওই বৃদ্ধের লাশ।চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক জানান, খবর পেয়ে দুর্গম পথ বেয়ে পাহাড়ের চূড়া থেকে মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে আনুমানিক ৬০ বছর বয়সী ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। শরীরে পচন ধরায় কোথাও দৃশ্যমান আঘাত শনাক্ত হয়নি। তিনি আরও জানান, যে স্থানে লাশটি পড়েছিল সেখানে কোনো মানুষের বসতি নেই। তবে পাহাড়ের নিচে কয়েকটি বসতি রয়েছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কঙবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, গতকাল সকাল ৯টার দিকে এক নারী ছাগল চরানোর জন্য ওই স্থান দিয়ে যাওয়ার সময় জঙ্গলের ভেতর বৃদ্ধের লাশটি পড়ে থাকতে দেখে।

এরপর ঘটনাটি পুলিশের কাছে পৌঁছানো হয়।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, খুটাখালীর সংরক্ষিত বনাঞ্চলের ভেতর থেকে উদ্ধারকৃত বৃদ্ধের লাশটির পরিচয় এখনো শনাক্ত হয়নি। তবে পরিচয় শনাক্তের জন্য বিভিন্নস্থানে ছবিসহ বার্তা প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, ধারণা করছি অন্য স্থান থেকে ওই বৃদ্ধের লাশ সেখানে নিয়ে ফেলে রেখেছে অজ্ঞাত দুর্বৃত্তের দল।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয়দফা : বাঙালির রাজনৈতিক ইতিহাসের মুক্তির সনদ
পরবর্তী নিবন্ধ৩১নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সভা