চকবাজার এলাকায় গৃহকর্মী সেজে চুরি সুনামগঞ্জে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০৪ পূর্বাহ্ণ

নগরীর চকবাজার এলাকায় গৃহকর্মী সেজে চুরির ঘটনায় তাসলিমা খাতুন (৩৫) নামে এক নারীকে সুনামগঞ্জ বিশম্ভরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে সিএমপির চকবাজার থানা পুলিশ। গত বুধবার (৮ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করা হলেও খবরটি পুলিশের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) জানিয়েছে। তার কাছ থেকে একজোড়া স্বর্ণের কানের দুল, চোরাই স্বর্ণ বিক্রির ১ লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত তাসলিমা সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার লামাপাড়া এলাকার মো. রহিমের স্ত্রী। তিনি নগরীর চকবাজার থানার কালাম কলোনির ভেতরে আবসার কলোনিতে বসবাস করতেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান বলেন, চকবাজার থানার ডিসি রোড আলিফ টাওয়ারে ব্যাংক কর্মকর্তা ফারজানা শারমিনের বাসায় কাজ নিয়েছিল তাসলিমা খাতুন। গত বছরের ১২ ডিসেম্বর কাউকে কিছু না বলে চলে যায় সে। পরে আর কাজে ফিরে আসেনি। ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় তার বাসার ওয়ারড্রব খুলে ব্যাংকার দেখেন তার ছয় ভরি ওজনের স্বর্ণালঙ্কার চুরি গেছে। এরপর তিনি চকবাজার থানায় একটি অভিযোগ করেন। এ ঘটনায় পুলিশ বুধবার (৮ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ থেকে তাসলিমা খাতুনকে গ্রেপ্তার করে। তাসলিমা খাতুন দীর্ঘদিন যাবত নগরীর বাসা বাড়িতে কাজের বুয়া সেজে চুরি করতেন। আদালতের মাধ্যমে তাকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তীতে রিমান্ড আবেদন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধফেলে যাওয়া মানিব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলেন বাসচালক
পরবর্তী নিবন্ধসৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর ৮৫তম খোশরোজ শুরু