সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর ৮৫তম খোশরোজ শুরু

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০৪ পূর্বাহ্ণ

আল্লামা শাহ্‌সুফি সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারীর ৮৫তম খোশরোজ শরীফ গতকাল শুরু হয়েছে। এ উপলক্ষে মাইজভাণ্ডার দরবার শরীফে এবং সৈয়দ মঈনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্ট পরিচালিত মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা এবং মঈনীয়া যুব ফোরামের উদ্যোগে সপ্তাহব্যাপী নানা ধর্মীয় ও মানবিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। গতকাল এ উপলক্ষে আয়োজিত মাহফিলে সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী বলেন, সৈয়দ মঈনুদ্দীন আহমদ আল হাসানীর মাইজভান্ডারী তরিকার চর্চার গুণে লক্ষ লক্ষ মানুষ তার সাহচর্যে এসে দ্বীন ইসলাম গ্রহণ করেছেন। অগণিত মানুষ খুঁজে পেয়েছেন মুক্তির পথ। মানবপ্রেমের মাধ্যমে সৃষ্টিকর্তার সন্ধানই ছিল তার মৌলিক দর্শন। তার অসাধারণ ব্যক্তিত্ব, জ্ঞানের উৎকর্ষ ও আধ্যাত্মিক শক্তি জাতিসংঘ, ইউনেস্কোর মতো আন্তর্জাতিক প্লাটফর্মেও তাকে উচ্চ মর্যাদার আসনে আসীন করেছে। তিনি
অসংখ্য মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সর্বসম্মতিক্রমে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সুন্নী জনতার অভিভাবকের ভূমিকা পালন করেছেন। আবার তরিক্বতের সংস্কারও করেছেন। ১৯৮৭ সালে তিনি মাইজভাণ্ডার দরবার শরীফে প্রথম ‘রাহমানিয়া মইনীয়া দরসে নেজামি মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা কমপ্লেঙ’ নামে মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেঙ প্রতিষ্ঠা করেন। মানবতার জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন। অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য তিনি টেকসই পরিকল্পনা গ্রহণ করেন। রিকশা, অটোরিকশা, সেলাই মেশিন বিতরণ করে তাদের ভাগ্যোন্নয়নের চেষ্টা করেন। বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি ত্রাণ সহায়তা প্রদান করেছেন। তার স্বপ্ন বাস্তবায়নের জন্যই হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট প্রতিষ্ঠা লাভ করেছে। শিক্ষাবৃত্তি, বিনামূল্যে চিকিৎসা সেবা, ত্রাণ বিতরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ ৫০টিরও বেশি মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকবাজার এলাকায় গৃহকর্মী সেজে চুরি সুনামগঞ্জে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধএক মাসে মণপ্রতি বেড়েছে ৪শ টাকারও বেশি