ফেলে যাওয়া মানিব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলেন বাসচালক

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০৩ পূর্বাহ্ণ

হাটহাজারী-চট্টগ্রাম দ্রুতযান বাস সার্ভিসে এক প্রবাসীর হারিয়ে যাওয়া মানিব্যাগ ও প্রয়োজনীয় কাগজপত্র ফিরিয়ে দিয়েছেন বাসচালক।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে হাটহাজারী বাসস্ট্যান্ডের জিরো পয়েন্ট এলাকা থেকে ওই যাত্রী দ্রুতযান সার্ভিসে চট্টগ্রাম শহর যাওয়ার পথে জরুরি কাগজপত্রসহ মানি ব্যাগটি বাসের মধ্যে হারিয়ে ফেলেন। পরে চালক মানি ব্যাগটি পেয়ে চট্টগ্রাম খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহানের নিকট জমা দেয়। মো. শাহাজাহান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দিলে কয়েক ঘণ্টা পর তথ্য প্রমাণের মাধ্যমে ঐ প্রবাসীকে মানিব্যাগসহ কাগজপত্র হস্তান্তর করা হয়।
মো. শাহজাহান জানান, অনেক যাত্রীরা বাসে যাত্রা পথে অনেক মূল্যবান জিনিসপত্র ফেলে যান। আমাদের বাসের স্টাফগন ঐ জিনিসপত্র আমাদের নিকট হস্তান্তর করেন। পরে আমরা তথ্য প্রদানের মাধ্যমে যাত্রীদের নিকট হস্তান্তর করি।

পূর্ববর্তী নিবন্ধভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন
পরবর্তী নিবন্ধচকবাজার এলাকায় গৃহকর্মী সেজে চুরি সুনামগঞ্জে গ্রেপ্তার