গ্রামে যাবো

সরোয়ার রানা | বুধবার , ১ ডিসেম্বর, ২০২১ at ৭:০৯ পূর্বাহ্ণ

ইট পাথরের এই শহরে
লাগছে না আর ভালো
বুকটা ভরে শ্বাস নিতে চাই
দেখবো চাঁদের আলো।

দাদু দাদু চলো এবার
আমার প্রিয় গ্রামে
যেখানে রাত আঁধার কালো
তারার বৃষ্টি নামে।

দেখবো আমি বাঁশের সাঁকো
মাটির তৈরি ঘর
গ্রামের মানুষ সহজ সরল
নয়তো কেউ যে পর।

শীতল পাটি, নকশিকাঁথার
বিরাট ইতিহাস
জানতে আমি গ্রামে যাবো
করবো বসবাস।

পূর্ববর্তী নিবন্ধইস্তাম্বুল-চট্টগ্রাম ফ্লাইট চালু করার আহ্বান
পরবর্তী নিবন্ধনবান্ন উৎসব