গোপনে বৌভাতের আয়োজন, গুনতে হলো জরিমানা

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৪ জুলাই, ২০২১ at ৬:৩৮ পূর্বাহ্ণ

স্বাস্থ্যবিধি ও কঠোর লকডাউন অমান্য করে গোপনে বৌ-ভাতের আয়োজন করায় পটিয়ায় এক অনুষ্ঠানে হানা দিয়েছেন ম্যাজিস্ট্রেট। জরিমানা গুণতে হয়েছে বরের বাবাকে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার কেলিশহর ইউনিয়নের ভট্টচার্য্য হাটের পশ্চিম পাশে দুলাল মহাজনের বাড়িতে এই ঘটনা ঘটে।
বৌভাত অনুষ্ঠানের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন চৌধুরী ঘটনাস্থলে যাওয়া মাত্রই আগত অতিথি ও আয়োজকরা বিব্রত হন। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করায় বর পক্ষকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, উপজেলার জিরি ইউনিয়নের মহিরা ক্ষেত্রপাল এলাকার শ্যামল কান্তি বিশ্বাসের কন্যার সঙ্গে কেলিশহর দুলাল মহাজনের পুত্র শাওনের বিয়ে হয়। বিয়ের দুইদিন পর শনিবার দুপুরে স্থানীয়দের জন্য বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। লকডাউন অমান্য করে দুপুরে খাওয়ার আয়োজন করার খবর পেলে এসিল্যান্ড অভিযান চালান।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, খবর পেয়ে লকডাউনের তৃতীয় দিন এ বৌভাত অনুষ্ঠানে অভিযান চালানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিকল স্লুইচ গেটে দুর্ভোগ
পরবর্তী নিবন্ধভাসানচর পালানো সাত রোহিঙ্গাকে পুলিশে দিলেন সন্দ্বীপের স্থানীয়রা