গীতাঞ্জলির কবি

শেলীনা আকতার খানম | বুধবার , ১১ মে, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

রবীন্দ্রনাথ আমার চোখে মোহন গানের সুর,
সৃষ্টি দোলায় আকাশ সমান সাগর সমুদ্দুর।

রবীন্দ্রনাথ ঘোর বরষায় বিজলী বজ্রপাত,
শহর গেরাম গাঁও গঞ্জের যুগের ধারাপাত।

রবীন্দ্রনাথ তুমি আমার সুখের তরী-যান,
খুশির সীমায় উপছে পড়া প্রবল খুশির বান।

রবীন্দ্রনাথ তুমি আমার নকশী কাঁথার মাঠ,
আনন্দে বেশ মেতে ওঠা বইয়ের ছড়া পাঠ।

রবীন্দ্রনাথ তুমি আমার দিন বদলের পাঠ,
তুমি চির তরুণ অরুণ কোমল সবুজ মাঠ।

রবীন্দ্রনাথ তুমি আমার কাব্যকলার ছবি,
তুমিই সকাল তুমিই বিকেল গীতাঞ্জলির কবি।

পূর্ববর্তী নিবন্ধরবি ঠাকুর
পরবর্তী নিবন্ধজোছনা চাঁদের রবি