গণপরিবহনে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করার দাবি

কমার্স কলেজ ছাত্রলীগের মিছিল

আজাদী অনলাইন | শনিবার , ২০ নভেম্বর, ২০২১ at ৯:১৪ অপরাহ্ণ

গণপরিবহনে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করার নিমিত্তে সুস্পষ্ট নীতিমালার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে পরিবহনখাতে সৃষ্ট অনিয়ম ও দৌরাত্ম্যের প্রতিবাদে ক্যাম্পাস প্রাঙ্গনের সামনে মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক আরিফুল আলম আলেিভর নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাকে প্রসারিত করে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষামুখীকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে বিনামূল্যে বই, ইউনিফর্ম বিতরণ, প্রাথমিক থেকে শুরু করে শিক্ষার বিভিন্ন ধাপে শিক্ষাবৃত্তি প্রদানসহ নানা পদক্ষেপ গ্রহন করেছেন। সেখানে গণপরিবহনে প্রতিনিয়ত ভাড়া বৃদ্ধির এই অনাকাক্সিক্ষত চাপ প্রতিটা শিক্ষার্থীর পরিবারের উপর বাড়তি আর্থিক সংকট হিসেবে পরিলক্ষিত হচ্ছে।

সমাবেশে উপস্থিত সকলে একমত পোষণ করে দ্রুত গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া বাস্তবায়ন করতে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের আহবান জানান।

সমাবেশ পরবর্তী সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের একটি প্রতিবাদী মিছিল আগ্রাবাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদ এলাকায় পোশাক কর্মী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে রাঙামাটি বিএনপির অনশন