ক্রিকেটারদের ক্লান্ত বললেন জাসপ্রিত বুমরাহ

| মঙ্গলবার , ২ নভেম্বর, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে বিধ্বস্ত হয়ে। এরপর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে শঙ্কা জেগেছে সুপার টুয়েলভ থেকেই বিদায় নেওয়ার। আর দলের এমন হতশ্রী পারফরম্যান্সে সমর্থক কিংবা ক্রিকেট বিশ্লেষকদের সঙ্গে অবাক খোদ ভারতীয় ক্রিকেটাররাও। তবে দলের এমন পারফরম্যান্সের জন্য ক্রিকেটারদের ৬ মাসের সুরক্ষা বলয়ে থেকে ক্লান্ত হওয়াকেই দুষছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। গত জুন মাসের শুরুতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিল বিরাট কোহলির ভারতীয় দল। এরপর ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজও খেলেছে তারা। যদিও শেষ টেস্ট না করেই সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলতে চলে আসে ভারতের ক্রিকেটাররা। আর সেই জুন থেকে সুরক্ষা বলয়ে থাকা শুরু। এখন চলছে নভেম্বর মাস।
অর্থাৎ প্রায় ৬ মাস ধরেই এই বলয়ে আবদ্ধ ভারতীয় ক্রিকেটাররা। পেসার জাসপ্রিত বুমরাহ স্বীকার করলেন টানা জৈব সুরক্ষা বলয়ের ধকলে মানসিক অবসাদ হানা দিচ্ছে তাদের

পূর্ববর্তী নিবন্ধদলের খেলায় সাহস আর আগ্রাসন দেখেননি কোহলি
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি বিশ্বকাপ আজকের খেলা