ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

উখিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৬ জুন, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে বশির আহম্মদ (১৯) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় কুতুপালং ৬ নং ক্যাম্পের এ/৪ ব্লকস্থ বাইতুল আমান মসজিদের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী। নিহত বশির আহম্মদ ওই ক্যাম্পের ব্লক সি/৯’র রহমত উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার বাইতুল আমান মসজিদের সামনে বশির আহম্মদকে গলায় গুলি করে হত্যা করে পালিয়ে যায় অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীরা। খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহত বশির আহম্মদের মৃতদেহের সুরতহাল প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কঙবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ক্যাম্পে পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। ক্যাম্পের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ও এপিবিএন পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে রিদুয়ান নামের এক রোহিঙ্গা নিহত হয়।

পূর্ববর্তী নিবন্ধএই প্রথম মহাকাশ থেকে পৃথিবীতে সৌরবিদ্যুৎ পাঠালেন বিজ্ঞানীরা
পরবর্তী নিবন্ধটেকনাফে ২ কেজি আইসসহ গ্রেপ্তার ৪