কেন্দ্রে আবার জমা দেয়া হলো ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকা

দক্ষিণ জেলা আ. লীগ ।। প্রথমবার কমিটি জমা দেয়ার পর লিখিত আপত্তি জানিয়েছিলেন একাধিক নেতা

শুকলাল দাশ | শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৪:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গত ২৩ মে অনুমোদনের জন্য কেন্দ্রে জমা দেয়ার পর দক্ষিণের চার এমপিসহ একাধিক নেতা লিখিত আপত্তি জানান। স্থানীয় এমপিদের আপত্তির কারণে জমা দেওয়া পূর্ণাঙ্গ কমিটির তালিকা সংশোধন করে পুনরায় জমা দেওয়ার নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে ভূমি মন্ত্রীর পরামর্শে নবীনপ্রবীণের সমন্বয়ে ৭৫ সদস্যের দক্ষিণ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা গত ২৩ আগস্ট কেন্দ্রে জমা দিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির নির্দেশে গত বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছে ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির এ তালিকা জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের এই দুই শীর্ষ নেতা। ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে ১৩ জন সহ সভাপতি, ৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১৮ জন সম্পাদকীয় পদে এবং ৩৯ জনকে সদস্য পদে রাখা হয়েছে। এই ব্যাপারে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান আজাদীকে বলেন, আমরা কমিটি আজকে (গত ২৩ আগস্ট বুধবার) জমা দিয়েছি। কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে নবীনপ্রবীণের সমন্বয়ে ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি জমা দিয়েছি। আগে যারা আপত্তি দিয়েছিল এখন তাদের সেই আপত্তিগুলো কতটুকু যৌক্তিক সেটা দেখে অনুমোদন দেবে। কমিটি জমা দেয়ার সাথে সাথে অনুমোদন হয় না। প্রকৃত ত্যাগী এবং সাবেক ছাত্রনেতাদের প্রাধান্য দেওয়া হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সম্মেলন হয়েছিল ২০২২ সালের ১২ ডিসেম্বর। সম্মেলন স্থলেই আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে আগের কমিটির সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানকে স্বপদে বহাল রাখা হয়। দ্বিতীয় দফা সভাপতির দায়িত্ব নেয়ার ৫৩দিন পর গত ৫ ফেব্রুয়ারি মোছলেম উদ্দিন আহমেদ মারা যান। তার মৃত্যুর পর গত ২৪ ফেব্রুয়ারি আগের কমিটির ৩ নং সহ সভাপতি পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে গত ৬ আগস্ট গণভবনে আয়োজিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারপ্রাপ্ত নেতাদের ভারমুক্ত করে দেন। সেই থেকেই মোতাহেরুল ইসলাম সভাপতির দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘ বলেছে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : কাদের
পরবর্তী নিবন্ধমশার লার্ভা নিধনের বিটিআই খালাসে জালিয়াতি