কেঁদে মরে বাংলা

তারিফা হায়দার | মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৪৫ পূর্বাহ্ণ

ইস্কুলে ইংরেজি

ভালো লাগে বলতে

হ্যালো হাই কেমন আছো

বাই বলে চলতে।

মা হলো মাম্মি

বাবা হলো ড্যাড

ইংরেজি না পারলে

ফিউচার ব্যাড।

অংকটা মোটামুটি কাউন্টিং করা যায়

সূত্রের মারপ্যাঁচ ইংরেজি হওয়া চাই

সমাজ ও বিজ্ঞান তাও বেশ চলে যায়

দুটোতেই সায়েন্স আছে যার কোনো জুড়ি নাই।

অবশেষে বাংলা

শুনলেই বাড়ে জ্বালা

লাগেনা পড়তে ভালো

অ আ বর্ণমালা।

যতসব খ্যাত্‌ ওরা

কালচার জানে না

বাংলায় কথা বলে

ইংরেজি বোঝে না।

হাল ফ্যাশনের যুগে নিজ ভাষা ভুলে

বিদেশি ভাষার টানে গর্বে বুক ফুলে

কেঁদে মরে বাংলা মায়ের মুখের ভাষা

রক্তের দামে কেনা লাখো বাঙালির আশা।

পূর্ববর্তী নিবন্ধসর্বস্তরে বাংলা ভাষা চালু করা হোক
পরবর্তী নিবন্ধঅমর একুশে ফেব্রুয়ারি