কি দোষ ছিল সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ?

| সোমবার , ৫ এপ্রিল, ২০২১ at ৬:৪৯ পূর্বাহ্ণ

পাঠক প্রিয় দৈনিক আজাদীর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে আধুনিক এবং দ্রুতগামী ট্রেন সোনার বাংলা এঙপ্রেসের দুর্বৃত্তের ভয়াল তাণ্ডবে ক্ষত-বিক্ষত ছবি দেখে আমাদের মত অনেক পাঠক যার পরনাই মর্মাহত। আমরা প্রায় প্রত্যেকেই জানি যে, এই দেশের স্বাধীনতা অর্জনে ৩০ লাখ শহীদানের বুকের তাজা রক্ত ঝরেছিল, ২ লক্ষ মা-বোন তাঁদের সম্ভ্রম হারিয়েছিলেন। এ দেশের কৃষক, শ্রমিক তথা মেহনতি মানুষের ঘাম ঝরানো কঠোর পরিশ্রমের বিনিময়ে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, সেই কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ব্যয় করেই চীন এবং ইন্দোনেশিয়া থেকে এই বগি ও কোচগুলো আমদানি করা হয়েছিল। আমরা অনেকেই অনেক মত ও পথের অনুসারী হতে পারি, আমাদের মধ্যে ভিন্নমত থাকতে পারে, তাই বলে আমাদের প্রতিবাদের ভাষা কোনদিনই নিজ দেশের সম্পদ নষ্ট করে হওয়া উচিত নয়, যেটা নিজের পায়ে নিজে কুড়াল মারার মত।
– শেখ মোজাফ্‌‌ফর আহমদ, ফোর্‌্‌রখ সেন্টার,
নজুমিঞা হাট, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমানবতাবাদী চিকিৎসক জোসেফ লিস্টার
পরবর্তী নিবন্ধবাঁচতে হলে, সচেতন হতে হবে