কিশোর গ্রুপ : বড় ভাইদের মদদ

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ৯:১৫ পূর্বাহ্ণ

পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা যায়, ইদানীং কিশোর গ্যাং লিডারসহ তাদের সহযোগিদের গ্রেফতার করছে। সাধারণ জনগণ এই অভিযানের ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আর কামনা করছে এ অভিযান যেন অব্যাহত থাকে। কিশোররা এমন লোমহর্ষক কর্মকাণ্ডের সংগে যুক্ত হচ্ছে যা এক কথায় অকল্পনীয়। খুন খারাবি থেকে শুরু করে মাদক ব্যবসা, মারামারি, ছিনতাই, স্কুল কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করা, অলিতে গলিতে শোডাউনসহ নানা অপরাধে জড়াচ্ছে তারা। দেখা যাচ্ছে নগরীতে পাড়ায় পাড়ায় একটা কিশোর গ্যাং কালচার তৈরী হয়েছে।
বিভিন্ন রাজনৈতিক দলের কথিত বড় ভাইদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ও এলাকা ভিত্তিক গড়ে উঠেছে ছোট বড় শতাধিক কিশোর গ্রুপ। এসব গ্রুপের বেশিরভাগ সদস্যদের বয়স ১৮ থেকে ২১ বছরে মধ্যে। কথিত বড় ভাইদের প্রশ্রয়েই বিপথগামী হচ্ছে এসব কিশোর উঠতি যুবকেরা। বড় ভাইয়েরা এসব কিশোরদের হাতে তুলে দিচ্ছেন অবৈধ অস্ত্র। এবং অপরাধ জগতে পা বাড়াতে উৎসাহ দেন। হঠাৎ করে কেন এসব উঠতি বয়সী কিশোর অপরাধ জগতে পা বাড়াচ্ছে তা চিন্তার বিষয়। কিশোর অপরাধ রোধে মা-বাবার ভূমিকাই বড়। ছেলে মেয়ে কোথায় যাচ্ছে। কার সংগে মিশছে। পড়াশুনা করছে কিনা। ক্লাস ফাঁকি দিচ্ছে কিনা। এসব দেখার দায়িত্ব বড়দের। সবাই কি তা পালন করছেন? তাই কিশোরদের সচেতন করার জন্য মা-বাবার চেষ্টা অবিরত রাখতে হবে। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ দৃঢ় থাকলে সাংস্কৃতিক চেতনায় আলোকিত হলে একজন ছেলে বা মেয়ে সহজে বিপথে যেতে পারে না।
এম এ গফুর, বলুয়ার দীঘির-দক্ষিণ পশ্চিম পাড়, কোরবানীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধজীবনানন্দ দাশ : প্রকৃতির কবি, বিষণ্নতার কবি