কিশোরবেলা

বিচিত্র কুমার | বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ১০:৪৫ পূর্বাহ্ণ

আবার যদি ফিরে পেতাম

কিশোরবেলার জীবন,

বালু মাটির ঘর বানিয়ে

খেলতাম ইচ্ছে মতন।

লুকোচুরি খেলতাম আবার

বন্ধুরা সব মিলে,

মনের সুখে ঝাঁপ দিতাম

পদ্মভরা ঝিলে।

ছোটাছুটি করতাম আবার

গ্রাম বাংলার মাঠে,

পালাতাম মাকে লুকিয়ে

ফাঁকি দিতাম পাঠে।

ফড়িং ধরতে যেতাম সবাই

সবুজ ধানের ক্ষেতে,

রঙিন ঘুড়ি উড়িয়ে দিতাম

আনন্দতে মেতে।

পূর্ববর্তী নিবন্ধবোশেখ এলো রঙ ছড়ালো
পরবর্তী নিবন্ধখোকার বায়না