কালের আবর্তে তিতিক্ষার প্রহর

জান্নাতুল ফেরদৌস | শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৫:৩৪ পূর্বাহ্ণ

আজো অক্ষম এ দু’হাতে কষ্ট তাড়াই।
আজো অমাবস্যা রাত নির্ঘুম কাটাই।
বহু আঘাতের পুরনো চিহ্নরা স্তরে স্তরে আছে জমা।
হৃদয় কুকড়ানো ধ্বনি ঠিক ঠাক চলছে, হয় না ক্ষমা।
দগদগে ক্ষতরা জ্বলজ্বলে বছরের পর বছর।

প্রতিনিয়ত ব্যাকুল চিন্তারা হয়না স্বার্থপর।
মনের আকাশে উড়েনি কখনো সোনালি গাংচিল।
সোনা রোদ পদ্ম পুকুরে দেয়নি দোলা, করেনি জল ঝিলমিল।
কালের আবর্তে তিতিক্ষার প্রহর পার হচ্ছে একটানা।
এখন শুধু নিজের জন্য বাঁচো, কর্ণকুহরে অদৃশ্য মানা।

হৃদয়ের অলিগলিতে কষ্টরা হলি খেলে।
মুখের কৃত্রিম হাসি সুখ পাখির ডানা মেলে।
যুগ যুগ গহীনে রক্তক্ষরণ, সীমাহীন গতি।

শুনশান নীরবতা, একাকীত্বের দহন করে না নতি।
অনন্ত বিশ্বের চলছে টিকে থাকার লড়াই।
গভীরে ক্রন্দন, অসীম সাহসিকতায় ঘুরে দাঁড়াই।

পূর্ববর্তী নিবন্ধঅক্সিজেন-বঙ্গবন্ধু এভিনিউ সড়ক দ্রুত সংস্কার হোক
পরবর্তী নিবন্ধখয়েরি পাতা