খয়েরি পাতা

সৈয়দা ডালিয়া | শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৫:৩৬ পূর্বাহ্ণ

এ বরষায় রঙের বৈচিত্র্য খেলা প্রকৃতি দেখায়। ঘুম থেকে উঠে বৃষ্টি কাতর চোখে জানালা খুলেই বাতাসের ঝাঁপটা। শিল্পী মন কবি মন সব কিছু একসাথে আনন্দিত হয়ে যায়। নৃত্য জেগে ওঠে মনে।

রুম থেকে ঘরের বাইরে বের হলাম। কাঁঠাল পাতা,জাম পাতায় পথ ঢেকে গেলো। সবুজ, হলুদ, কমলা পাতার মাঝখানে কিছু খয়েরি পাতা দেখলাম। অদ্ভুতভাবে একটি খয়েরি পাতা লাবণ্যময় লাগছিলো। এ যেনো বৃষ্টির কাব্যিক খাতার একটি পাতা।

মা বলেনথনিজের ঝুড়ি খানা সরলতায় সুন্দরে ভরিয়ে দিও। এ ঝুড়ি কি তবে কাব্যের ঝুড়ি?এ পাতার সাথে অন্য পাতা বন্ধুরা মিলে যদি হতো খয়েরি পাতার ছাতা! প্রবল বাতাসে সব পাতা উড়ে যাবে। ছাতা উড়ে পাতা উড়ে আমন্ত্রণ জানাবে বর্ষা ঋতুকে; স্বাগতম বর্ষা ঋতু।

পূর্ববর্তী নিবন্ধকালের আবর্তে তিতিক্ষার প্রহর
পরবর্তী নিবন্ধভয়াবহ বন্যা ও প্রতিরোধ ব্যবস্থা