কামরুল হাসান চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার

আজাদ বিপিসি চেয়ারম্যান

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ মে, ২০২১ at ৫:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার হয়েছেন কামরুল হাসান। ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার থেকে তাকে এখানে পদায়ন করা হয়েছে। আর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ও সরকারের সচিব পদে নিয়োগ পেয়েছেন। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত এক আদেশে তাকে এই নিয়োগ দেওয়া হয়। এর আগে আরেক আদেশে বিপিসির বর্তমান চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দীককে সেতু বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়।
প্রসঙ্গত, পদায়নের ৭ মাসের মাথায় বিপিসির চেয়ারম্যানকে বদলি করা হলো। বিপিসিতে পদায়নের পর সাম্প্রতিক সময়ে জ্বালানি সেক্টরে নানা অনিয়ম-দুর্নীতি রোধে কিছু কঠোর পদক্ষেপ নিয়েছিলেন বিপিসির চেয়ারম্যান। পাশাপাশি নিজের মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিবের কিছু নিয়ম বহির্ভূত সিদ্ধান্তের বিরোধিতাও করেছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধদিনে ১শ জনকে টিকা দেবে চসিক জেনারেল হাসপাতাল
পরবর্তী নিবন্ধসাংবাদিক রোজিনার রিমান্ড নামঞ্জুর, কারাগারে প্রেরণ