কর্ণফুলীতে শীতকালীন ক্রীড়া উৎসব সম্পন্ন

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার শিকলবাহায় অনুষ্ঠিত হলো শাহ্‌ অহিদিয়া স্পোর্টস ক্লাব আয়োজিত শীতকালীন ক্রীড়া উৎসব। মাসব্যাপী উৎসবের শেষ দিনে গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হলো ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কাবাডির ফাইনাল ম্যাচ ও দর্শক মাতানো ব্যতিক্রমী গ্রামীণ উৎসব হাঁস খেলা। উৎসবে ব্যাডমিন্টনের ফাইনাল খেলায় কর্ণফুলী ফকিরা মসজিদ স্পোর্টস একাডেমি ২ সেটের ব্যবধানে কর্ণফুলী জামালপাড়া রঙধনু একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। কাবাডির ফাইনালে বাঁশখালী এসকেএসপি কাবাডি দল ৩০ পয়েন্টে আনোয়ারা কাবাডি একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বড়উঠান ফুটবল ফেডারেশন ২-০ গোলে কর্ণফুলী ফকিরা মসজিদ স্পোর্টস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফুটবল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্ণামেন্টের পুরস্কার লাভ করে বড়উঠান ফুটবল ফেডারেশনের মো: ফাহিম ও সাকিব। ক্রিকেটে কর্ণফুলী সিডিএ টেক ছালেহ নুর একাদশ ২০ রানের ব্যবধানে খোয়াজ নগর ইউনিং স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। হাঁস প্রতিযোগীতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে মো: মনির, মো: জানে আলম ও মো: লোকমান। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও শাহ্‌ অহিদিয়া ক্লাবের আহবায়ক মো: ইকবাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী। সংবর্ধিত ও বিশেষ অতিথি ছিলেন শিকলবাহা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো: ফরহাদ হোসেন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শাহ অহিদিয়া ফাউন্ডেমনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মহিউদ্দিন মরাদ, যুবলীগ নেতা ওয়াসিম আহমেদ মারুফ, মামুন মুন্সি, মো: ইদ্রিস, এম এ রহিম, মো: ইকবাল বাহার, মো: সাইফুদ্দিন, ইউপি সদস্য রানু আকতার, মো: নুরুল আবছার মামুন, ইউপি মেম্বার আবু তালেব, আসাদুজ্জামান কায়ছার, মো: নুরুল ইসলাম, মো: রফিক আবদুল্লাহ আল মামুন, খরশিদা বেগম, পরিচালনা কমিটি। আহবায়ক মোঃ ফরহাদ হোসেন, মোঃ গিয়াস উদ্দিন, ফোরকান মধু, আব্দুল্লাহ আল মিজান, জাবেদুল আলম, মোঃ বোরহান, ইসতি আহমেদ চৌধুরী, মোঃ মনির, মোঃ দিদার, মনিরুল ইসলাম, বোরহান উদ্দিন তুহিন, রাশেদুল ইসলাম, রেজাউল হক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদেশের সকল টেলিভিশনে দেখাতে হবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু কাপ অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) জয়ী