কর্ণফুলীতে পূর্ববিরোধের জের ধরে কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্ন

৬ জনকে আসামি করে মামলা

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে পূর্ব বিরোধের জের ধরে মো. হোসেন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল বুধবার মোঃ সাহাবুদ্দিনকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে আহতের বোন রিনা আকতার বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি তদন্ত মেহেদি হাসান। তিনি জানান, হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনায় গতকাল বুধবার ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। যার জিআর মামলা নম্বর৪৩/২০২৩। তিনি আরো জানান, এ ঘটনায় আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামিরা হলেনখোয়াজনগর আলিম উদ্দিনের বাড়ির মৃত পেয়ার আহম্মদের ছেলে মোঃ সাহাবুদ্দিন (৩২), একই গ্রামের রবি আলীর পুত্র মোঃ আমিন (২৭), কবির মেম্বারের বাড়ীর শেখ আহম্মদের পুত্র মোঃ নাজু (২৩), বুড়াইয়া গোষ্ঠির বাড়ীর বাবুল হকের পুত্র মো. মামুন (৩৫), আব্বাস মেম্বারের বাড়ীর আব্দুর ছন্নুর পুত্র মো. ইকবাল (২৩) ও রবি আলীর বাড়ীর রবি আলীর পুত্র মো. আনিসুল ইসলাম আনিস (২৬) এছাড়াও অজ্ঞাত রয়েছে ৪/৫ জন।

মামলায় উল্লেখ করা হয়, পারিবারিক বিরোধের জেরে গত সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে মামলার ০২, ও ০৬নং আসামিদের মধ্যে ভিকটিমের বাগবিতণ্ডা হলে ভিকটিমকে দেখে নেওয়ার হুমকি দেন। পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভিকটিম তার নিজ কর্মস্থল হতে ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা গতিরোধ করে অতর্কিতভাবে হামলা করে। একপর্যায়ে ২ ও ৬ নং আসামি ভিকটিমকে ঝাপটে ধরলে ১নং আসামি ভিকটিমকে রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে হাতের কনুইতে কোপ মারে। সাথে সাথে ভিকটিমের হাড় কেটে গুরুতর জখম হয়। বর্তমানে আহত হোসেন ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চরপাথরঘাটা খোয়াজনগর গ্রামের দীঘির পাড় এলাকার তিন রাস্তার মোড়ে হামলাকারীরা মো. হোসেনকে হত্যার উদ্দেশে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে এবং তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। আহত মো. হোসেন কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়ন খোয়াজনগর গ্রামের জাহাঙ্গীর মেম্বারের বাড়ীর মৃত মো. ইয়াছিনের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি রাজনীতি করে দুই জনের জন্য, জনগণের জন্য নয় : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধকালুরঘাট সেতুতে কাভার্ডভ্যান আটকে ঘণ্টাব্যাপী দুর্ভোগ