করোনা সচেতনতা বিষয়ে বিএনপিই প্রথম কাজ শুরু করে

ফিরিঙ্গী বাজারে মতবিনিময় সভায় শাহাদাত

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ অক্টোবর, ২০২০ at ৫:২৯ পূর্বাহ্ণ

করোনা সচেতনতা বিষয়ে বিএনপিই প্রথম কাজ শুরু করে বলে দাবি করেছেন দলটির চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন। এসময় তিনি বলেন, করোনাকালে করোনা বহির্ভূত কাজ নিয়ে সরকার ব্যস্ত সময় পার করেছে। অথচ নিজেদের পকেটের টাকা খরচ করে দেশের মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিএনপি নেতা-কর্মীরা। করোনাকালে মানুষের কল্যাণে বিএনপি যে কাজ করেছে তা অন্য কেউ করতে পারেনি। তিনি গতকাল রোববার বিকেলে ফিরিঙ্গী বাজার ওয়ার্ড় বিএনপির উদ্যোগে ফিরিঙ্গী বাজারস্থ দলীয় কার্যালয়ে করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বক্তা নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ধর্ষণকারীর শাস্তির দাবিতে দেশের সচেতন নাগরিক যখন রাজপথে নেমেছে প্রশাসন তাদের উপর হামলা করছে। ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক হামিদ হোসাইন, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন হাজী নুরুল হক, আমিনুর রহমান মিয়া, সাবের আহামদ, আবুল কাসেম সওদাগর, নূর মোহাম্মদ, সোহেল ওসমান মামুন, রবিউল ইসলাম, জাহেদ আহামেদ, সাইফুদ্দিন মির্জা, হামিদুর রহমান হামু, আবদুর রাজ্জাক, রমজান আলী, সাজ্জাদ হোসেন, মো. মিয়া, মনোয়ারা বাবুল, মেজবাহ উদ্দিন চৌধুরী মিন্টু, সাইফুল ইসলাম দীপু, ইমরান সিদ্দীকি জ্যাকসন, ইকবাল শরীফ, ইফতেখার উদ্দিন, মো. ওয়াসীম, ইউসুফ শরীফ, মাসুদ রানা, আরিফ হোসেন, মো. আতিক হোসেন।

পূর্ববর্তী নিবন্ধট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন বন কর্মকর্তা
পরবর্তী নিবন্ধচুনতীতে ইছালে সওয়াব মাহফিল