করোনা পরীক্ষার অনুমোদন পেল এপিক হেলথ কেয়ার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ জুন, ২০২১ at ৭:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের এপিক হেলথ কেয়ার লিমিটেডকে করোনা পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মোহাম্মদ ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত পত্রে এই অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নমুনা নিয়ে করোনার আরটি পিসিআর পরীক্ষার জন্য তিন হাজার এবং বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে সর্বোচ্চ তিন হাজার সাতশ টাকা নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার থেকে এপিক হেলথ কেয়ার করোনা পরীক্ষা শুরু করবে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধটেকপাড়ায় বিদ্যালয়ের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শনে মেয়র
পরবর্তী নিবন্ধপৌরসভার প্রতিটি নাগরিক পাবে সুপেয় পানি : এমপি নজরুল