করোনায় টানা চারদিন শতাধিক মৃত্যু : একদিনে রেকর্ড ১১২

আজাদী অনলাইন | সোমবার , ১৯ এপ্রিল, ২০২১ at ৫:২৭ অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে টানা চারদিন দৈনিক শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। একদিনে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু।
আজ সোমবার (১৯ এপ্রিল) সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১২ জন নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯৭ জনে। বিডিনিউজ
এর আগে গত শনি ও শুক্রবার ১০১ জন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, রবিবার মৃত্যু হয়েছিল ১০২ জনের।
গত ৩১ মার্চ ৫২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে দৈনিক মৃত্যু কখনই ৫০ এর নিচে নামেনি।
গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ২৭১ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ৭ লাখ ২৩ হাজার ২২১ জনে দাঁড়াল।
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে গত কয়েক দিন ধরেই দিনে ৬ হাজারের বেশি রোগী শনাক্ত হয়ে আসছিল। এর মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৬ হাজার ৩৬৪ জন। তাদের নিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২১ হাজার ৩০০ জন।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ফলবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: চালক নিহত
পরবর্তী নিবন্ধবান্দরবানে আগ্নেয়াস্ত্র সহ ২ সন্ত্রাসী আটক