বান্দরবানে আগ্নেয়াস্ত্র সহ ২ সন্ত্রাসী আটক

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ১৯ এপ্রিল, ২০২১ at ৬:১২ অপরাহ্ণ

বান্দরবানে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য সন্দেহে আগ্নেয়াস্ত্র সহ ২ জনকে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে একটি এলজি রাইফেল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (১৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার কুহালং ইউনিয়নের ডুলুপাড়া আর্মি ক্যাম্প চেকপোস্টে দায়িত্বরত সেনা ও পুলিশ সদস্যরা একটি মোটরসাইকেল আরোহী দুইজনকে আটকে তল্লাশি করে।
এসময় তাদের কাছ থেকে একটি এলজি রাইফেল, ৪ রাউন্ড কার্তুজ, ৬ হাজার ২১০ টাকা, ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো রাঙামাটি জেলার রাজস্থলী থানার তাইতং পাড়া গ্রামের মংএচিং মারমা এবং কালা মারমা।
তারা দু’জন পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে ধারণা করা হচ্ছে। আটকের পর তাদের সদর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় চেকপোস্টে তল্লাশি করে অস্ত্র-গুলিসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় টানা চারদিন শতাধিক মৃত্যু : একদিনে রেকর্ড ১১২
পরবর্তী নিবন্ধগণ্ডামারায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা