কবি নজরুল

কেশব জিপসী | বুধবার , ২৪ মে, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

বাবরি কাটা চুলের ভাঁজে

হাওয়ার ছোঁয়া লেগে,

উড়তো যেন বাঁধন হারা

উঠতো কথা জেগে।

তারুণ্য তার টগবগিয়ে

সুর ছড়াতো দুলে,

গুল বাগিচায় বুলবুলিরা

নাচতো ফুলেফুলে।

অগ্নিবীণা, বিষের বাঁশি

বাজিয়ে ঝংকারে,

সে বিদ্রোহী কাঁপন তোলে

কাব্যেতে হুংকারে।

দৃষ্টি উদাস কবি আবার

কাঠবেড়ালীর সাথী,

বলতো জেগে উঠতে ভোরে

পোহায় যখন রাতি।

নেই ভেদাভেদ সবাই মানুষ

এই ছিলো তার বাণী,

প্রিয় কবির জন্যে পাতা

আমার হৃদয়খানি।

পূর্ববর্তী নিবন্ধদুখুর জন্মদিনে
পরবর্তী নিবন্ধদুখু নামের ছেলে