দুখু নামের ছেলে

সৈয়দ খালেদুল আনোয়ার | বুধবার , ২৪ মে, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

জন্ম নিলো মাটি মানুষ বিশ্ব ভালোবেসে

বাংলা মায়ের একটি দামাল ছেলে

অনেক অনেক দুঃখ ছিলো সেই ছেলেটির সাথি

দুখু মিয়া তাই নাম তার মেলে।

উছল তাহার লেখনিতে ঝরতো কথার ধারা

সেসব হতো কাব্য গানের মালা

জ্বালাতো সে সর্বহারার বুকে আশার বাতি

অত্যাচারীর মুখে দিতো তালা।

সেই ছেলেটি বিভোর হয়ে বাজায় অগ্নিবীণা

কখনো বা দারুণ বিষের বাঁশি

মিষ্টি কথা ছন্দ সুরের মোহন যাদুর ছোঁয়ায়

ম্লান মুখে ফোটাতো সে হাসি।

বিপ্লবী আর মানবপ্রেমী সেই ছেলেকে ভেবে

প্রীতির ভারে নুইয়ে পড়ে মাথা

দুখু নামের সেই ছেলেটি হারিয়ে গেলো আজ

দীপ্ত করে ইতিহাসের পাতা।

পূর্ববর্তী নিবন্ধকবি নজরুল
পরবর্তী নিবন্ধবিদ্রোহী নজরুল