কবিতার উচ্চারণে রবীন্দ্র নজরুল জয়ন্তী

| মঙ্গলবার , ৬ জুন, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

শিল্পকলা মঞ্চে একক, দ্বৈত ও সমবেত কন্ঠে কবিতার উচ্চারণে অনুষ্ঠিত হলো রবীন্দ্রনজরুল জয়ন্তী। গত সোমবার নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেশের ২২টি প্রতিনিধিত্বশীল আবৃত্তি সংগঠনের যৌথ মোর্চা সম্মিলিত আবৃত্তি জোটের আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ‘রবীন্দ্রনজরুল জয়ন্তী’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধনী কথামালায় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। জোটের সভাপতি ফারুক তাহেরের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানের আবৃত্তি পর্বের শুরুতে রবীন্দ্রনাথের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটির দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন দৃষ্টির শিল্পী সাদিয়া ইসলাম ও ইতু দত্ত। এরপর অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিল্পীরা সমবেত কন্ঠে পরিবেশন করেন নজরুলের কবিতায় প্রযোজনা প্রেম, দ্রোহ ও সাম্যে নজরুল’। এরপর ছিলো একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্রের দলীয় পরিবেশনা ‘কাবুলিওয়ালা’ এবং তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীদের সমবেত পরিবেশনা ‘গীতাঞ্জলির কবিতা’। এরপরে একে একে রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতার একক, দ্বৈত ও বৃন্দ পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, স্বপ্নযাত্রী, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, বৈখরী আবৃত্তি আলয়, প্রহর সাংস্কৃতিক অঙ্গন, প্রমিতি সাংস্কৃতিক একাডেমি, শৈশব বাচিক চর্চা কেন্দ্র, মুক্তধ্বনি আবৃত্তি সংসদ, উদীরণ আবৃত্তি নীড়, স্বদেশ আবৃত্তি সংগঠন, চট্টলা আবৃত্তি একাডেমি, পান্ডুলিপি আবৃত্তি দল, স্পৃহা আবৃত্তি নীড়, চট্টগ্রাম আবৃত্তি একাডেমি, ডিঙ্গি সাংস্কৃতিক সংগঠন এবং প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজম খানকে হারানোর এক যুগ
পরবর্তী নিবন্ধআসছে ফারিয়ার ‘আন্তঃনগর’