ওটিটিতে সানি দেওলের ‘গদর-২’

| শনিবার , ৭ অক্টোবর, ২০২৩ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বলিউড তারকা সানি দেওলের ‘গদর’ সিনেমা প্রেক্ষাগৃহে ব্যাপক ব্যবসা করেছে। এ সিনেমায় তার বিপরীতে আমিশা প্যাটেলের অভিনয় দর্শকরা সাদরে গ্রহণ করেছেন। উল্লেখযোগ্য ব্যবসা করা ভারতীয় হিন্দি সিনেমার ৫টির মধ্যে ‘গদর২’ অন্যতম। প্রেক্ষাগৃহ মাতানোর পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এ সিনেমা। গতকাল ৬ অক্টোবর থেকে জিফাইভের প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ‘গদর২’। এমনটাই ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

প্রথম পর্ব ‘গদর’ ঠিক যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয় ‘গদর২’এর গল্প। তারা সিং ও সাকিনার ছেলে বড় হয়েছে এবং সে হিরো হতে চায়। তারা যে আগেও ঠিক যেমন দেশপ্রেমী ছিল এখনো তেমনই আছে এবং তাকে সেনাবাহিনীর প্রয়োজন সীমান্তে শত্রু মোকাবিলার জন্য এবং যুদ্ধের সময় তারা হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। তার পরিবার ধরেই নেয় যে তারা পাকিস্তানের কবলে পড়েছে এবং তার ছেলে (উৎকর্ষ শর্মা) পাকিস্তান পৌঁছায় বাবাকে ফিরিয়ে আনতে। কিন্তু সেখানে গিয়ে সে নিজেই শত্রুদের হাতে বন্দি হয় এবং তারপর তারা আবার পাকিস্তান যায় তাদের ছেলেকে বাঁচাতে। এ সিনেমার ঘরানা সানি দেওলের চির পরিচিত এবং তারা সিং হিসেবে আবারও পর্দায় তিনি জাদু দেখিয়েছেন। প্রত্যেকবার সানি দেওলের কোনো হিরোসুলভ অ্যাক্ট বা ভারী সংলাপ দেখানো হলেই গোটা প্রেক্ষাগৃহ ফেটে পড়ে চিৎকার হাততালি উল্লাসে। আমিশা প্যাটেলের উপস্থিতি উজ্জ্বল, অভিনয় ভালো। উৎকর্ষ শর্মা যথাযথ তবে তার শেখার এখনো অনেক বাকি। সানি দেওলের সঙ্গে কাজ করা বেশ কঠিন। সিমরত কৌরও বেশ ভালো তবে তার সফরও সবে শুরু হয়েছে এবং অনেকটা যেতে হবে তাকে এখনো। মণীশ ওয়াধওয়া, মুখ্য নেতিবাচক চরিত্রে, দুর্দান্ত অভিনয় করেছেন। পাকিস্তানি জেনারেলের চরিত্রে তিনি অনবদ্য, যা প্রায় প্রিক্যুয়েলে অমরীশ পুরীর অভিনয়ের কাছাকাছি।

পূর্ববর্তী নিবন্ধ২৫ বছর পর পরিচালনায় প্রসেনজিৎ
পরবর্তী নিবন্ধবিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভকামনা জানাল আর্জেন্টিনা