এসো রে কাল বৈশাখী ঝড়

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ১৭ এপ্রিল, ২০২৪ at ৬:৩৪ পূর্বাহ্ণ

এসো রে কাল বৈশাখী ঝড় উড়িয়ে নাও ভুল

বিনাশ করো নষ্ট সকল কষ্ট হুলুস্থুল।

অনিয়ম আর বিশৃঙ্খল যতই অগোছালো

এসো রে কাল বৈশাখী ঝড় ঘুচিয়ে দাও কালো!

এসো রে কাল বৈশাখী ঝড় প্রবল জোয়ার ভাটা

স্রোতের তোড়ে নাও ভাসিয়ে মনের কালিমাটা।

অন্যায় অবিচারের ভিত ও মূল যেনো যায় থেমে

এসো রে কাল বৈশাখী ঝড় রুদ্ররোষে নেমে।

এসো রে কাল বৈশাখী ঝড় তাড়িয়ে মলিনতা

প্রতিষ্ঠা পাক রূপসুন্দর সকল নিয়মপ্রথা

অশুচি দুর্গন্ধ ঘুচাও সকল জীর্ণ জরা।

কাল বোশেখী ধুইয়ে মুছে ধন্য করো ধরা।

কাল বোশেখীর তোড়ে সকল যাক কষ্ট ভেসে

নতুন দিনের নতুন আলোর সূর্য উঠুক হেসে!

পূর্ববর্তী নিবন্ধনতুন দিনের আগমনে
পরবর্তী নিবন্ধঈদের ছড়া