ঈদের ছড়া

ইকবাল বাবুল | বুধবার , ১৭ এপ্রিল, ২০২৪ at ৬:৩৪ পূর্বাহ্ণ

রাত পোহালেই সকালবেলা রাত পোহালেই ঈদ

পাড়ায় প্রথম হাত মেলালো নাঈম, মুজতাহিদ

সন্ধ্যা হতেই আসছে ম্যাসেজ বাজছে ম্যাসেজ টোন

জানিয়ে সবাই ঈদ মোবারক করছে ডিরেক্ট ফোন ।

বাহ্‌ কী সবাই ভীষণ খুশি হোয়াটসআ্যপে দেয় ফটো

এক নিমিষে ঝটপট সব যাচ্ছে ঘটে অটো

কী করে আর বুঝাই বলো কে কতো উচ্ছল

কেউ বলে ভাই দেখবো তোকে ধর্ ডিডিও কল ।

আমিও তখন টাচ করে সেই ভিডিও করি অন

এত্ত খুশি কোথাও আছে এর চেকী এখন ?

দাঁত দেখানো কী যে হাসি কী খুশিময় মুখ

ইলাস্টিকের দৈর্ঘ্য নিয়ে প্রশস্ত আজ বুক ।

রাত পোহালেই সকালবেলা রাত পোহালেই ঈদ

মন জুড়ে বেশ অস্থিরতা কী একটা তাগিদ

চোখের তারায় আসছে না ঘুম, ঘুমহারা তাই চোখ

জানিয়ে দিলেম ঈদমোবারক, সবার শুভ হোক ।

পূর্ববর্তী নিবন্ধএসো রে কাল বৈশাখী ঝড়
পরবর্তী নিবন্ধবৈশাখের গান