এসডিজি অর্জনে সকল প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে

শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

| রবিবার , ৯ জানুয়ারি, ২০২২ at ৯:৫৮ পূর্বাহ্ণ

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের প্রধান শর্ত হলো সবার জন্য সমান সুযোগ তৈরি করা। মানুষের মধ্যে সাম্য তৈরিতে সরকার আর ও বেশি কাজ করতে চায়। তবে সরকারের একার পক্ষে এ কাজের বাস্তবায়ন সম্ভব নয়। বেসরকারি ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোকে এ কাজে এগিয়ে আসতে হবে।
নগরীর জামালখানের শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউটে ওয়াটার এইডের ৮ লাখ ১৮ হাজার টাকার অর্থায়নে নির্মিত ওয়াশ ব্লকের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। গত ৭ জানুয়ারি দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের (ডিএসকে) কারিগরি সহায়তায় নির্মিত ওয়াশ ব্লকের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু সোলেমান। বিশেষ অতিথির ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী, বাবুল বালা, প্রোগ্রাম ম্যানেজার, এম.এ. হাকিম, দুঃস্থ মোসতাক খন্দকার, ড. মোসলেহ উদ্দীন চৌধুরী খালেদ, সৈয়দা ইয়াছমিন, শফি ছিদ্দীকি প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আমরিন তাবাসসুম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদ নির্বাহী কমিটির অভিষেক
পরবর্তী নিবন্ধউত্তরাধিকার : প্রাণবন্ত বোধের শিল্পিত উদ্ভাস