চট্টগ্রাম কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদ নির্বাহী কমিটির অভিষেক

| রবিবার , ৯ জানুয়ারি, ২০২২ at ৯:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের (৭৬ ব্যাচ) নবগঠিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান গত শুক্রবার আগ্রাবাদস্থ কপার চিমনি রেস্টুরেন্টের বৈশাখী হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নির্বাহী পরিষদের শপথ বাক্য পাঠ করান পরিষদের উপদেষ্ঠা অগ্রনী ব্যাংকের সাবেক ডিএমডি আ আ ম শাহজাহান। অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম কুমিল্লা ও কঙবাজার থেকে অনেক সতীর্থ অংশগ্রহণ করেন। নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন কঙবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল ফোরকান আহমেদ, প্রকৌশলী কাউসার জামান, ডা. রওনক জাহান, মাধুরি দাশ, কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সভাপতি শফিউল আলম চৌধুরী, সহ সভাপতি মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী, অধ্যাপক ডা. এ এস এম মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক প্রফেসর মহিউদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। অনুষ্ঠান শেষে পরিষদের সভাপতি সাবেক প্রধান বন সংরক্ষক মোহাম্মদ শফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, কঙবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল ফোরকান আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আকতার খান, সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ হানিফ, টেলিটক বাংলাদেশের সাবেক এমডি প্রকৌশলী গিয়াস উদ্দিন, বিটিসিএলের সাবেক এমডি প্রকৌশলী তমাল কান্তি নন্দী, অগ্রনী ব্যাংকের সাবেক ডিএমডি আ আ ম শাহজাহান, ডাটা সফট বাংলাদেশের সাবেক প্রকল্প পরিচালক প্রকৌশলী সলিমুল্লাহ খান ও জরিতুল ফাতেমা নাসরীনকে নিয়ে ২০২২-২০২৩ দুই বছরের জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১০৪, মৃত্যু ১ জনের
পরবর্তী নিবন্ধএসডিজি অর্জনে সকল প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে