এম কফিল উদ্দিনকে স্মরণ

| বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর, ২০২২ at ৭:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ বলেছেন, নীতি, আদর্শ ও সততার প্রশ্নে আজীবন আপসহীন ছিলেন এম কফিল উদ্দিন। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বীর মুক্তিযোদ্ধা এম কফিল উদ্দিন ফাউন্ডেশনর উদ্যোগে গত ২০ ডিসেম্বর নগরীর ডিসি রোডে সাবেক সংসদ সদস্য এম কফিল উদ্দিনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ মহানগর কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মসিউর রহমান চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. সরওয়ার আলম চৌধুরী মনি। প্রধান বক্তা ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর আহ্বায়ক ও কফিল উদ্দিনের সন্তান সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও মো জয়নুদ্দিন জয়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, স্বনির্ভর ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মো. মশিউর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, সদস্য সৈয়দ মাইনুল আলম সৌরভ, আমিনুল ইসলাম আজাদ, শাহাবুদ্দিন সাবু, গিয়াস উদ্দিন জাবেদ, জালাল উদ্দিন পিন্টু, দোলন বৈষ্ণব, নিজাম উদ্দিন আহাদ, সাকিবুর রহমান সাকিব, ফাহিম উদ্দিন, মোহাম্মদ সাইফুল ইসলাম, জি এম তাওসীফ, ফরহাদ আসিফ ও রাকিবুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.)’র ২৭তম ওরশ
পরবর্তী নিবন্ধনিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচন মেনে নেবে না