এডিস মশার লার্ভা পাওয়ায় ১৪ ভবন মালিককে জরিমানা

চসিক ভ্রাম্যমাণ আদালত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ জুলাই, ২০২৩ at ৮:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার উৎসস্থল শনাক্তকরণের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ডেঙ্গু মশার উৎসস্থল ধ্বংসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিক্ষা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজালা রাণী চাকমা।

নগরীর জালালাবাদ হাউজিং এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল শতাধিক বাসা বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন ড্রোন দিয়ে জরিপ করা হয়। অভিযানে নির্মাণাধীন ভবনের নীচে, ফুলের টব, ড্রাম ও ছাদে জমে থাকা পানিতে মশার লার্ভা থাকায় ১৪ ভবন মালিকের বিরুদ্বে মামলা রুজু পূর্বক ১ লক্ষ ৭৮হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাসেম। অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী ও খুলশী থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের জন্য মুরগী কিনতে বের হয়ে দুই মামাতো-ফুফাতো ভাই ফিরল লাশ হয়ে
পরবর্তী নিবন্ধকেন্দ্রীয় ছাত্রলীগের কমিটিতে চট্টগ্রাম থেকে স্থান পেল তিনজন