এডিস মশার বংশ বিস্তার রোধে চসিকের অভিযান

১০ ভবন মালিককে জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ অক্টোবর, ২০২২ at ৫:৩৬ পূর্বাহ্ণ

এডিস মশার বংশ বিস্তার রোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত পৃথক দুইটি অভিযানে নগরে ১০ ব্যক্তিকে ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।
অভিযানে অংশ নেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। তিনি জানান, অভিযানে সুগন্ধা আবাসিক এলাকার তিনটি বাড়ির ছাদ বাগানে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিকদের বিরুদ্ধে মামলা করে ২৫ হাজার টাকা, নন্দনকানন ২নং গলি এলাকায় ছয়টি ভবন মালিককে ১১ হাজার টাকা এবং জামালখান সানমার স্প্রিং গার্ডেনের বেইসমেন্ট ফ্লোরে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবরের সাজে বিজয় গেল শ্মশান ঘাটে
পরবর্তী নিবন্ধইসি বিব্রত হলেও বিচলিত নয় : রাশেদা