এখান থেকেই জীবনের শুরু

সত্যজিৎ দাশগুপ্ত | শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৬:২১ পূর্বাহ্ণ

আজ তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। এ পোস্ট তার একটি বহিঃপ্রকাশ। আমাদের একবছরের অভিযাত্রায় আমার গাইডলাইন অনুযায়ী তোমার নিরলস প্রচেষ্টা তোমাকে আজ এখানে নিয়ে আসছে। এ ক্ষুদ্র শিক্ষকতা জীবনে অনেক ছাত্রের উজ্জ্বল অবস্থানে সামান্য অবদান রেখেছি হয়তো তারা আজ মনে করে কিনা জানি না। কিন্তু তোমাকে পড়ানো শুরু করার আগে আর আজকের মধ্যে অনেক ব্যবধান এতে আমার চেয়ে তোমার প্রত্যয়, প্রচেষ্টা আর অধ্যবসায় অনেক অনেক বেশি এটাই আমাকে আপ্লুত করেছে বলে আজকের লেখা। যাতে ওকে দেখে সবাই শিখতে পারে পৃথিবীর সব মানুষ জয়ী হবার জন্য জন্ম নেয়। তোমার অবস্থান থেকে এখানে আসা সত্যিই গর্বের এবং উজ্জীবিত হবার মতো। তোমার আজকে নতুন দ্বার খুলে গেছে নতুন পৃথিবী রচনা করার। অনেক বড় হও তোমার স্বপ্নের চেয়েও, জ্ঞানের অবাক বিস্ময়ের জগতে প্রবেশ করো এ প্রত্যাশা আর আশীর্বাদ করি।
স্যালুট নিউ নটারডেমিয়াম মোহাম্মদ জুবায়ের তোমার উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশায় রইলাম। মনে রাখবে এখান থেকেই তোমার জীবনের নতুন শুরু, এটাকে ধরে রাখার জন্য একাগ্রতা আর অধ্যবসায়ের কোনো বিকল্প নেই, এখান থেকে কখনও বিচ্যুত হবে না এ আশীর্বাদ করি।

পূর্ববর্তী নিবন্ধঅনুরাগের ছোঁয়া
পরবর্তী নিবন্ধমশার উপদ্রব থেকে বাঁচতে চাই