জয়ের পাশাপাশি শিরোপা লড়াইয়েও ফিরল মুক্তিযোদ্ধা

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৬ মে, ২০২৪ at ৯:১৫ পূর্বাহ্ণ

টানা দুই ম্যাচে হারের আবার জয়ের ধারায় ফিরেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ব্রাদার্স ইউনিয়নের পর আগ্রাবাদ নওজোয়ানের কাছে অপ্রত্যাশিত হারে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ার উপক্রম হয়েছিল মুক্তিযোদ্ধার। তবে গত আসরের রানার্স আপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থাকে হারিয়ে আবার শিরোপা লড়াইয়ে শামিল হলো মুক্তিযোদ্ধা। যদিও নবম রাউন্ডের খেলা শেষে আবাহনী এককভাবে শীর্ষে অবস্থান করছে। আর নয় ম্যাচের দুই পরাজয়ে ব্রাদার্স এবং মুক্তিযোদ্ধা একই কাতারে। কাজেই সুযোগ এখনো রয়েছে মুক্তিযোদ্ধার। তবে সে ক্ষেত্রে তাদেরকে জিততে হবে চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে সহ সবগুলো ম্যাচ । গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৩৩ রানে হারিয়েছে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সংস্থাকে। সকালের বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘন্টা পর শুরু হয় ম্যাচটি। ফলে ম্যাচের আয়ু কমে এসে দাড়ায় ৩৬ ওভারে।

টসে জিতে ব্যাট করতে নামে মুক্তিযোদ্ধা। শুরুটা মন্দ করেনি। দুই ওপেনার ইফতি এবং আল আমিন ৪৭ রান যোগ করেছিলেন। কিন্তু মাত্র ১ রানের ব্যবধানে ফিরেন দুজন। আল আমিন করেন ২৬ আর ইফতি করেন ১৪ রান। সে ধাক্কা সামাল দিতে পারেনি মুক্তিযোদ্ধা। হঠাৎ ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়ে মুক্তিযোদ্ধার ব্যাটিং লাইন। ৪৭ থেকে ৫৫ রানে যেতে মক্তিযোদ্ধা হারায় ৫ উইকেট। হঠাৎ করেই খাদের কিনারায় চলে যাওয়া মুক্তিযোদ্ধাকে টেনে তোলেন জাওয়াদ মোঃ রয়েন এবং রতন দাশ। এ দুজনের দুটি হাফ সেঞ্চুরিতে শেষ পর্যন্ত দুইশ পার করে মুক্তিযোদ্ধা। রয়েন ৫৩ বলে ৫৫ রান করে ফিরেন। তিনি ৫টি চার এবং ২টি ছক্কা মেরেছেন। আর রতন দাশ অপরাজিত থাকেন ৪০ বলে ৫৮ রান করে। তিনি ৫টি চার এবং ৩টি ছক্কা মেরেছেন। আর তাতে ৪৬ ওভারের ম্যাচে ২০২ রান সংগ্রহ করে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। দলের পক্ষে অন্যান্যের মধ্যে অধিনায়ক সাজ্জাদুল হক রিপন ১২ এবং মুরসালিন মুরাদ করেন ১৩ রান। চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ক্রীড়া সংস্থার পক্ষে ৩টি উইকেট নিয়েছেন ইফাদ বিন ইদ্রিচ। ২টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান এবং সাজেদুল আলম রিফাত। ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানে প্রথম উইকেট হারায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ৩৪ রানে হারায় দ্বিতীয় উইকেট। তবে ওপেনার সাব্বির হোসেন ছিলেন অপ্রতিরোধ্য। দারুন হিসেবি ব্যাটিং করছিলেন তিনি। তাকে সঙ্গ দেন ইকবাল বাহার। দুজন ৬১ রান যোগ করার পর স্টাম্পিং হয়ে ফিরেন সাব্বির। আর তাতে মুক্তিযোদ্ধা শিবিরে যেন স্বস্তি নেমে আসে। ফেরার আগে ৫১ বলে ৬১ রান করে আসেন। যেখানে তিনি ৭টি ছক্কা মেরেছেন। একরান পর পরের ওভারে রানের খাতা খোলার আগেই ফিরেন তারেক কামাল। এর পরপরই আহত হয়ে মাঠ ছাড়েন ইকবাল বাহার। তবে দারুন একটি জুটি গড়েন জাহিদুজ্জামান এবং সজিব মিয়া। এদুজনও ক্রমশ মাথা ব্যাথার কারন হয়ে দাড়িয়েছিল মুক্তিযোদ্ধার জন্য। তবে মাত্র ৯ রানের ব্যবধানে দুজনকে ফেরান রয়েন এবং শহীদ। আর তাতেই শেষ হয়ে যায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থার সব আশা। ৩২ তম ওভারের প্রথম দুই বলে সজিব মিয়া এবং সাজেদুল আলম রিফাতকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিল শহীদ। যদিও সেটা করা হয়নি। শেষ পর্যন্ত ১৬৯ রানে থামে বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থার । জাহিদুজ্জামান ২৫ এবং সজিব মিয়া করেন ২৯ বলে ৩৭ রান। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন মুরসালিন মুরাদ। ২টি করে উইকেট নিয়েছেন শহীদুল ইসলাম এবং রতন দাশ।

আজকের খেলায় মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং রাইজিং স্টার ক্লাব। খেলাটি শুরু হবে সকাল ৯টায়।

পূর্ববর্তী নিবন্ধরোমাঞ্চের সাথে সাথে টেনশনও আছে
পরবর্তী নিবন্ধনারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উন্মোচন এবং সূচি প্রকাশ