অনুরাগের ছোঁয়া

রুচিরা সুলতানা | শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৬:২১ পূর্বাহ্ণ

ফেসবুকের ওই একই ছবি বারেবারে দেখি
কি যে দেখি, কি যে দেখি.. অবুঝ এ মন পাখি।
প্রিয় মুখে হাসির ছোঁয়া, দেখতে ভালো লাগে
উৎসব আর খাওয়া দাওয়া, কে করে কার আগে।
এতো এতো ছবির পিছে, সবটাই সুখ নয়
ছবির মানুষ কতরকম যুদ্ধে মেতে রয়।
সবাই বলে, অস্থির সময়.. এমনটাই যে হয়
ভুলে থাকার মজার খেলা.. তার বেশি তো নয়।
হাসি গানের এই খেলাতে, দেখছি বেজায় নেশা
ঘিরে থাকা মায়াগুলোর বড্ড বেহাল দশা।
দূরের মানুষ দেখছি বসে, কাছের মানুষ ভুলে
চোখে চোখে ভালোবাসা, আজ চড়েছে শূলে,
অভিমানের ঝুলি নিয়ে বলতে এলাম শোনো
জোছনাঝরা রাতের চাদর, পারবে দিতে কোন?
চাদর গায়ে জড়িয়ে রবো, ভালোবাসা মেখে
অনুরাগের ছোঁয়া নেবো, বুকে মাথা রেখে।

পূর্ববর্তী নিবন্ধমানবিক ও সদয় হোন ব্যবসায়ী মহল
পরবর্তী নিবন্ধএখান থেকেই জীবনের শুরু