মানবিক ও সদয় হোন ব্যবসায়ী মহল

| শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

রমজান, ছোট বড় সবার কাছে একটি খোদাভীরুতার অনুভূতি প্রকাশ করার অন্যতম মাধ্যম এবং এক মাস প্রতীক্ষার পর ঈদুল ফিতরের আনন্দে সব দুঃখ কষ্ট মুছে যায় সকলের। বড় পরিতাপের বিষয় হলো, এই রমজান মাসকে উপলক্ষ করে আমাদের মাঝে লুকিয়ে থাকা অসাধু কিছু ব্যবসায়ী, কিংবা ব্যবসায়ী সিন্ডিকেট, মাত্রা অতিরিক্ত মুনাফার মহা পরিকল্পনাই ব্যস্ত যা পূর্বেকার মত! কে কার দোহাই দিবে, কোন পন্থায় দেশের জনসাধারণের পকেট কেটে নিবে সে চিন্তায় মগ্ন! রমজানমাসটাই মনে হয় ব্যবসায়ীদের মূল টার্গেটের মাস! প্রত্যেকটা জিনিস থাকবে দুই থেকে তিন গুণ বেশি দামে! অস্থিতিশীলতার বাজারে এমনিতে পরিবার পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে পরিবারের কর্তাদের। আবার একটি পরিসংখ্যান বলেছে, নতুন করে করোনার কারণে দেড় কোটি মানুষ দরিদ্রতার আওতায় এসেছে! জনগণের ক্রয়-ক্ষমতার বাইরে দৈনিক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। একজন শিক্ষাবিদ বলেন সিয়াম সাধনার মাসে নিয়ম-নীতি বহির্ভূত ও অবৈধ পন্থায়, অধিক লাভের চিন্তা একটি মুসলিম দেশে কিংবা মুসলিম সমাজে যা কখনোই কাম্য নয়। নিত্যপণ ক্রমাগত মূল্য বৃদ্ধিতে আমরা খুব হতাশা প্রকাশ করছি। লাগামহীন ভাবে দাম বাড়ছে এবং রমজানের মধ্যে কোথায় গিয়ে থামে এই মূল্য বৃদ্ধির অনৈতিক ও অবৈধ প্রতিযোগিতা সেটাই এখন দেখার বিষয় মনে করছেন আপামর জনসাধারণ।
মো. ওয়াসিম উদ্দিন (পলাশ)
ঈদগাঁ, হালিশহর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধউইলিয়াম রিচার্ডস : নোবেল বিজয়ী প্রথম আমেরিকান বিজ্ঞানী
পরবর্তী নিবন্ধঅনুরাগের ছোঁয়া