উইলিয়াম রিচার্ডস : নোবেল বিজয়ী প্রথম আমেরিকান বিজ্ঞানী

| শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

উইলিয়াম রিচার্ডস। পুরো নাম থিওডোর উইলিয়াম রিচার্ডস। প্রথম আমেরিকান বিজ্ঞানী যিনি রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি প্রচুর পরিমাণে রাসায়নিক উপাদানের পারমাণবিক ভর সঠিকভাবে নির্ণয়ের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার অর্জন করেছিলেন। রিচার্ডস ১৮৬৮ সালের ৩১ জানুয়ারি জার্মানটাউন, ফিলাডেলফিয়া, পেন্সিলভানিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৮৮৬ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯০১ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর রসায়ন বিভাগের অধ্যাপক পদে উন্নীত হন। ১৯০৩ সালে তিনি এই বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। থিওডোর রিচার্ডস জন্মগ্রহণ করেন পেনসিলভেনিয়ার জার্মানটাউনে, চিত্রশিল্পী উইলিয়াম ট্রস্ট রিচার্ডস এবং কবি আন্না ম্যাটল্যাকের ঘরে। রিচার্ডস তার কলেজ-পূর্ব শিক্ষার অধিকাংশই তার মায়ের কাছ থেকে পেয়েছিলেন। রোড আইল্যান্ডের নিউপোর্টে এক গ্রীষ্মের থাকার সময়, রিচার্ডস হার্ভার্ডের অধ্যাপক জোসিয়া পারসনস কুকের সাথে দেখা করেন, যিনি একটি ছোট টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের রিং দেখিয়েছিলেন। এর কয়েক বছর পরে কুক এবং রিচার্ডস একসাথে কুকের পরীক্ষাগারে কাজ করেছিলেন। রিচার্ডসের প্রস্তুতকৃত মৌলের পর্যায়ক্রমিক বৈশিষ্ট্যের গ্রাফ রিচার্ডসের প্রায় অর্ধেক বৈজ্ঞানিক গবেষণা পারমাণবিক ভর সম্পর্কিত। ১৮৮৬ সালে তার স্নাতক অধ্যয়ন শুরু হয়েছিল। ১৮৮৯ সালে হার্ভার্ডে ফিরে আসার পর, এটি ছিল তাঁর গবেষণার প্রথম ধাপ। ফোর্বসের মতে, ১৯৩২ সালের মধ্যে ৫৫টি উপাদানের পারমাণবিক ওজন রিচার্ডস এবং তার ছাত্ররা অধ্যয়ন করেছিলেন। রিচার্ডসের ত্রুটির সম্ভাব্য উৎসগুলির মধ্যে উন্মোচিত হয়েছিল বৃষ্টিপাতের সময় গ্যাস বা অন্য কোনো দ্রবণকে আটকাতে নির্দিষ্ট লবণের প্রবণতা। রিচার্ডস তার কাজে ব্যবহৃত যত্নের উদাহরণ হিসাবে, এমসলে রিপোর্ট করেছেন যে তিনি পারমাণবিক ভর পরিমাপের জন্য বিশুদ্ধ উপাদান থুলিয়াম পাওয়ার জন্য ১৫,০০০ থুলিয়াম ব্রোমেট স্থাপন করেছিলেন।
তিনি ফ্যারাডে মেডেল (১৯১১), প্রেসিডেন্ট অব দ্য আমেরিকান কেমিক্যাল সোসাইটি (১৯১৪), ফ্রাঙ্কলিন মেডেল (১৯১৬), ল্যাভয়সিয়ে মেডেল (১৯২২) সম্মানে ভূষিত হন। ১৯২৮ সালের ২ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধমানবিক ও সদয় হোন ব্যবসায়ী মহল