একটা ভাষণ

আহসানুল হক | বুধবার , ৩ মার্চ, ২০২১ at ১১:২৮ পূর্বাহ্ণ

একটা ভাষণ নয়তো ভাষণ
ছিল অমর গীত যে
সেই ভাষণটা দেয় কাঁপিয়ে
পাক-বাহিনীর ভিত্‌ যে !

একটা ভাষণ নয়তো ভাষণ
ছিল অমর কাব্য
সেই ভাষণটা ছিল বুঝি
স্বদেশ প্রেমে দ্রাব্য !

একটা ভাষণ নয়তো ভাষণ
নির্দেশনায় ঠাসা
সেই ভাষণে ছিল বুঝি
তর্জনীরও ভাষা !

একটা ভাষণ নয়তো ভাষণ
যাদু-মায়ায় ভরা
সেই ভাষণে মুক্তি আসে
রক্ত-লাশে ত্বরা !

একটা ভাষণ নয়তো ভাষণ
বিশ্বে যে নামকরা
বাংলাদেশের স্বাধীনতা
সেই ভাষণে গড়া !

পূর্ববর্তী নিবন্ধমাকে মনে পড়
পরবর্তী নিবন্ধকেশুয়া আমার প্রাণ