এই ভাষাটা

আখতারুল ইসলাম | বুধবার , ১০ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

বাংলা আমার মাতৃভাষা
এই ভাষাতে প্রাণে বাজে সুর
এই ভাষাটা নদীর ঢেউয়ে
ছুটে চলা সাগর সমুদ্দুর।

এই ভাষাটা নীলের মাঝে
দূর আকাশে তারায় ফোটে
এই ভাষাতে গানের কী টান
ময়না টিয়ে পাখির ঠোঁটে।

এই ভাষা তাই ফুলের ভাষা
এই ভাষাটা পাখির ভাষা।
এই ভাষাতে মায়ের কোলে
শিশুর প্রথম কান্না হাসা।

এই ভাষাতে স্বপ্ন আসে
পাতায় পাতায় শিশির মাখা ঘাসের
এই ভাষাটা অমর অঝর
রক্তঝরা ফেব্রুয়ারি মাসের।

এই ভাষাটা ধান কাউনের
দোল দিয়ে যায় বুকে
আগুন জ্বালায় সালাম রফিক
ইয়াহিয়াদের মুখে।

এই ভাষাটা সবার প্রিয়
এই ভাষাটা প্রাণের
এই ভাষাটা সোনার বাংলা
আউল বাউল গানের।

এই ভাষাটা বঙ্গবন্ধুর
গর্জে ওঠা বাণী
এই ভাষাটা বাংলাদেশের
স্বাধীনতা জানি।

এই ভাষাটা বিশ্ববুকে
আসন পেলো সেরা
এই ভাষাতে নতুন দিনের
ডাকে যে স্বপ্নেরা।

পূর্ববর্তী নিবন্ধকবর থেকে বলছি
পরবর্তী নিবন্ধরক্ত দিয়ে